কাঁটা নিম্নচাপ! ডিসেম্বর মাসেও দেখা নেই শীতের। মঙ্গলবারও বাড়ল শহরের তাপমাত্রা। মুখভার শীতপ্রেমীদের। আবহাওয়া দফতর জানিয়েছে, শীত আসতে এখনও অপেক্ষা করতে হবে তিলোত্তমাবাসীকে।
আরও পড়ুন:ডিসেম্বরে চড়ল পারদ ! শীঘ্রই জাঁকিয়ে শীত পড়ার আশা হাওয়া অফিসের
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, আবহবিদরা জানিয়েছেন, মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। তা-ও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
আবহাওয়াবিদদের মতে , মঙ্গলবার সারাদিন আকাশ পরিষ্কার থাকবে তবে, হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, আবহবিদরা জানিয়েছেন, মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। তা-ও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির অনুকূল পরিস্থিতি রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার তা থেকে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তা যদি হয়, আগামী কয়েক দিনে আরও চড়বে শহরের পারদ।আলিপুর জানিয়েছে কলকাতা ও আশেপাশের এলাকায় আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। রাতের দিকে তাপমাত্রা একই থাকবে। তবে কয়েক দিন পর রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।