শুরু হয়ে গেল উত্তরপাড়া বইমেলা

0
1

শীতকাল মানেই হাজার উৎসবের মাঝে জায়গা করে নেওয়া বই উৎসব বা বই পার্বণ। শুধুমাত্র কলকাতা আন্তর্জাতিক বইমেলা নয়, জেলায় জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম অজস্র বইমেলা ও লিটল ম্যাগাজিন মেলা।

সমম্বয় পরিচালিত উত্তরপাড়া বইমেলার শুভ উদ্বোধন হল ‌ ১১ ডিসেম্বর। এই বইমেলা চলবে ১৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ।উদ্বোধনের দিন হাজির ছিলেন উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্টরা। হাতের কাছেই পাওয়া যেতে পারে দুর্মূল্য সব বই।

মেলায় আপনার সানন্দ উপস্থিতি কামনা করি। এই বইমেলাকে ঘিরে রীতিমতো উৎসবে মেতেছেন উত্তরপাড়াবাসী।