প্রাণনাশের হুমকি দেওয়া হল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) জাতীয় সভাপতি শরদ পাওয়ারকে(Sharad Pawar)। মঙ্গলবার নিজের সিলভার ওক বাসভবনে ফোনে প্রাণনাশের হুমকি পান পাওয়ার। যেখানে বরিষ্ঠ এই রাজনৈতিক নেতাকে গুলি করে খুনের হুমকি দেওয়া হয়। ঘটনায় মূল অভিযুক্তের সন্ধানে তদন্তে নেমেছে পুলিশ(Police)। জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি বিহারের(Bihar) বাসিন্দা।
মুম্বই পুলিশের তরফে জানা গিয়েছে “এক অজ্ঞাত ব্যক্তি এনসিপি সভাপতি শারদ পাওয়ারের সিলভার ওকের বাসায় ফোন করে তাকে হত্যার হুমকি দেয়।” অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৪,৫০৬ (২) এর অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে এবং তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ফোনকারীকে শনাক্ত করা হয়েছে এবং সে বিহারের বাসিন্দা। এর আগেও একই ব্যক্তি শারদ পাওয়ারকে ফোন করে হত্যার হুমকি দিয়েছিল। এর আগেও ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। একই সঙ্গে শিগগিরই তাকে হেফাজতে নিতে যাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে ভারত জোড়ো যাত্রার সময় মধ্যপ্রদেশে রাহুল গান্ধীর সভায় বোমা হামলার হুমকি দেওয়া হয়। এই হুমকি সংক্রান্ত একটি চিঠি পাওয়া যায় ইন্দোরের একটি দোকানে। এই হুমকি চিঠিতে রতলামের বিজেপি বিধায়ক চেতন কাশ্যপের নাম লেখা ছিল। এই চিঠিতে কমলনাথকেও হুমকি দেওয়া হয়েছে। সেই ঘটনার পর এবার সরাসরি খুনের হুমকি দেওয়া হয় শরদ পাওয়ারকে।