রঞ্জিট্রফির প্রথম ম্যাচে ঘরের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে নামল বাংলা। প্রথম দিনে বোলারদের দাপটে শুরুটা ভালো করলেও, ব্যাটাররা রান না পাওয়ায়, দিনের শেষে চাপে মনোজ তিওয়াড়ির দল। ম্যাচে প্রথমে খেলতে নেমে ১০ উইকেট হারিয়ে ১৯৮ রান করে উত্তরপ্রদেশ। সৌজন্যে ঈশান পোড়েল, প্রীতম চক্রবর্তী। বোলাররা দুরন্ত পারফরম্যান্স করলেও ব্যাট করতে নেমে একেবারেই বেকায়দায় বাংলার ব্যাটিং। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৯ রানে বাংলা।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি। অভিমন্যু ঈশ্বরন ভারতীয় দলে সুযোগ পাওয়ায় বাংলা দলকে নেতৃত্ব দিচ্ছেন মনোজ। এদিন ইডেনে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় উত্তরপ্রদেশের ইনিংস। সৌজন্যে বাংলার বোলার ঈশান পোড়েল, প্রীতম চক্রবর্তী। পাঁচ উইকেট নেন ঈশান। তিন উইকেট নেন প্রীতম চক্রবর্তী। দুই উইকেট নেন শাহবাজ আহমেদ। উত্তরপ্রদেশের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন রিঙ্কু সিং। ৫৩ রান করেন প্রিয়ম গর্গ।
১৯৮ রানে জবাবে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় বাংলা। শূন্য রানে আউট হন কৌশিক ঘোষ এবং সুদীপ ঘরামী। এক রানে আউট হন অনুষ্টুপ মজুমদার। ৮ রান করেন অভিষেক দাস। বাংলার হয়ে এখন ক্রিজে রয়েছেন প্রীতম চক্রবর্তী এবং সায়ন মণ্ডল। ১২ রানে অপরাজিত প্রীতম। ৪ রানে অপরাজিত সায়ন। উত্তরপ্রদেশের হয়ে ৩ উইকেট নেন শিভম মাভি। এক উইকেট নেন অঙ্কিত রাজপুত।
দ্বিতীয় দিনে বাংলা চাইবে বড় রান তুলতে। ম্যাচ শেষে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, “ঈশান ভাল বল করেছে। ওদের ২০০ রানের মধ্যে আটকে রাখতে পেরেছি আমরা। ব্যাট করতে নেমে আমরা ৪ উইকেট হারিয়েছি কিন্তু বিশ্বাস রাখি যে বুধবার ভাল ব্যাট করে ঘুরে দাঁড়াতে পারব।”
আরও পড়ুন:আর্সেনাল কিনতে আগ্রহী ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি : রিপোর্ট