প্রাথমিক টেট (Primary TET)নিয়ে সন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। রবিবার প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থীদের নিয়ে নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে টেট (TET)। বিরোধীরা একাধিক অভিযোগ করলেও এবার সন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।
রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি বিতর্কের মাঝে সুষ্ঠু ভাবে প্রাথমিকের টেট পরিচালনা করা একটা বড় চ্যালেঞ্জ ছিল রাজ্য সরকারের (Government of West Bengal) কাছে। কড়া নিরাপত্তায় নির্বিঘ্নে মিটেছে সেই পরীক্ষা। প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষার জন্য যে ব্যবস্থাপনা করেছিল, তা নিয়ে মঙ্গলবার সন্তোষপ্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রাথমিকের একটি মামলা চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, টেট হওয়ার পর কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি বলেন , “মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে।” এ বার উত্তরপত্র সংরক্ষণ করা থাকবে বলে পর্ষদ সূত্রে জানা যাচ্ছে। প্রায় সাড়ে ৫ লক্ষেরও বেশি ওএমআর শিট সংরক্ষণ করা হচ্ছে। এ বার টেটের উত্তর পত্রে কার্বন প্রতিলিপির ব্যবস্থা করা হয়েছিল। উত্তরপত্রের একটি প্রতিলিপি নিজেদের সঙ্গে বাড়ি নিয়ে এসেছেন পরীক্ষার্থীরা। যাতে পরে মিলিয়ে দেখতে পারেন।দুর্নীতি রুখতেই এই পদক্ষেপ করে পর্ষদ। তা নিয়ে সন্তোষপ্রকাশ করেন বিচারপতি।