টেন্ডার দুর্নীতি মামলায় শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদক গ্রেফতার

0
1

টেন্ডার দুর্নীতি মামলায় গ্রেফতার শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শ্যামল আদক। হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে শনিবার রাতে কলকাতা থেকে গ্রেফতার করে সুতাহাটা থানার পুলিশ। আজ অর্থাৎ রবিবার তাঁকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন:লোডশেডিং করে জিতেছিল, নন্দীগ্রামে ফের ভোট হবে, শুভেন্দুর পাড়ায় দাবি অভিষেকের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর হলদিয়ার ভবানীপুর থানায় শ্যামলের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ জানান এক ব্যবসায়ী। তার তদন্তের জন্য তৈরি হয় বিশেষ তদন্তকারী দল (সিট)। সেই অভিযোগের ভিত্তিতে শ্যামলকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তবে তিনি পুলিশের জেরায় হাজির না হওয়ায় শ্যামলের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।গ্রেফতারি এড়াতে গোপন আস্তানায় গা ঢাকা দেন শ্যামল। এর পর জেলা পুলিশের তরফে শ্যামলের নামে হুলিয়া জারি করা হয়।

কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ ছিল শ্যামল আদকের। শনিবারই সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হয়। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই কলকাতা থেকে সুতাহাটা থানায় নিয়ে যাওয়া হয়েছে শ্যামল আদককে। পুলিশ সূত্রে খবর, হলদিয়ার পুরসভার চেয়্যারম্যান থাকাকালীন শ্যামল আদক সুতাহাটা বাজারে নয়ানজুলি ভরিয়ে অটো-টোটো স্ট্যান্ড গড়ার ক্ষেত্রে একই কাজ দেখিয়ে দু’বার টাকা নেন বলে অভিযোগ । তার ভিত্তিতেই শ্যামল আদককে গ্ৰেফতার করে সুতাহাটা থানার পুলিশ। এর আগে হলদিয়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যব্রত দাসকে গ্ৰেফতার করেছিল সুতাহাটা থানার পুলিশ। সত্যব্রত বর্তমানে সংশোধনাগারে।