শনিবার বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বড় জয় পেয়েছে ভারতীয় দল। সৌজন্যে ঈশান কিষান এবং বিরাট কোহলি। ২১০ রানের দুরন্ত ইনিংস খেলেন ঈশান। বিরাট করেন ১১৩ রান। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়েন ঈশান। একদিনের ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান করেন তিনি। তবে দ্বিশতরান করেও একটা আক্ষেপ রয়ে গিয়েছে বলে জানান ঈশান কিষান।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ঈশান বলেন,” আমি যখন আউট হই, তখন প্রায় ১৫ ওভার বাকি ছিল। আমি তিনশো করে দিতে পারতাম।”
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একদিনের ক্রিকেটে তিনটে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড আছে রোহিতের। সর্বোচ্চ ইনিংসও তাঁর। ২৬৪। এ ছাড়া সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেহবাগেরও একটি করে ডাবল সেঞ্চুরি আছে ৫০ ওভারের ক্রিকেটে। এই নিয়ে ঈশান বলেন, “আমি সৌভাগ্যবান, যে আমার নাম এই কিংবদন্তিদের সঙ্গে উচ্চারিত হচ্ছে।’’
এদিকে ঈশান কিষানের দরন্ত ইনিংস দেখে ঈশানকে বিশেষ বার্তা দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিজের সোশ্যাল মিডিয়ায় রোহিত লেখেন,” ঈশান কিষান এই ক্লাবের মজাই আলাদা।’’

শনিবার বাংলাদেশের বিরুদ্ধে একগুচ্ছ রেকর্ড গড়েন ঈশান। দ্রুততম দ্বিশতরান, প্রথম শতরানেই দ্বিশতরান, তরুণতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দ্বিশতরান, ভারতের দ্রুততম ১৫০ রানের মতো একগুচ্ছ নজির গড়েন ঈশান।
আরও পড়ুন:‘রোনাল্ডোকে বসানোর জন্য কোন আক্ষেপ নেই’, বললেন পর্তুগালের কোচ ফের্নান্দো স্যান্টোস












































































































































