বিশ্বকাপের আমেজে বড় অঘটন বিয়েবাড়িতে । ব্রাজিল (Brazil)পাত্রী আর আর্জেন্টিনা (Argentina)পাত্রের সাতপাকের পরেই একদম বিপরীত মেরুতে ঘুরে গেল বিশ্বকাপের (FIFA World Cup) ফেভারিট লিস্ট। বিয়ে আর বৌভাতের মাঝে বড় অঘটন। বৃহস্পতিবার চার হাত এক হয়েছে অমিতা আর সোমনাথের (Amita and Somnath)। ছেলের বাড়ির নিয়ম মেনে শুক্রবার সন্ধেবেলা শ্বশুরবাড়ি গেলেন ব্রাজিল (Brazil)ভক্ত অমিতা। তারপরেই ছিল ব্রাজিলের নক আউট খেলা।বালি থেকে মধ্যমগ্রাম। কিন্তু শ্বশুরবাড়ি প্রবেশ করতে না করতেই বড় ধাক্কা। ছিটকে গেল নেইমারের (Neymar)দল। সদ্য বিয়ের আলো এক নিমেষে ম্লান হয়ে এল। এবার আর্জেন্টিনার (Argentina)ম্যাচ, খোশ মেজাজে বর বাবাজী। টাইব্রেকারে দুর্দান্ত জয় মেসিদের (Lionel Messi),বৌভাতের বাজি আগের রাতেই শেষ করে ফেললেন আকাশী নীল জার্সি সমর্থনকারী সোমনাথ।

ভাবা যায়! বিয়ে হতে না হতেই জোড়া ধাক্কা নববধূর। বাড়ির নাম টিনা তাই বিয়ের বাসর রাতেই বরের বন্ধুরা কনের বোনদের সঙ্গে এই নিয়ে মশকরা করেছেন। আর্জেন্টিনা নামেই তো ‘টিনা’ আছে, তাই আর ব্রাজিল কেন? তারা বলছেন পাত্র গুড্ডু জিতে নিয়েছে টিনা তাই জিতবে আর্জেন্টিনা। এই বিয়ে জুড়েই ছিল ফুটবলের দাপাদাপি। তত্ত্বে চমক দেওয়ার পালা। জামাইবাবুর পাঞ্জাবি দিয়ে তৈরি হল ওয়ার্ল্ড কাপ। ‘জামাইবাবু chill,জিতেছে Brazil।’ বিয়ের তত্ত্ব নাকি ফুটবল তত্ত্ব? শয্যা দ্রব্যের উপরে ফুটবলের বাঁশি, টফি দিয়ে ফিফা ট্রফি। আর্জেন্টিনা অবশ্য পুরোপুরি বাদ নয়। নীল সাদা সেলোফেন পেপার, ফুল ইত্যাদি ছিল। প্রেম যখন ফুটবল হোক না ফুটবলের ফুলশয্যা।




 
 
 
 

































































































































