FIFA World Cup: বিশ্বকাপের সেমি ফাইনাল ও ফাইনালে নতুন বল! থাকছে অত্যাধুনিক প্রযুক্তি

0
3

অবশেষে শেষের দোরগোড়ায় কাতার বিশ্বকাপ (Qatar World Cup)। ৬৪ ম্যাচের মধ্যে ৬০টি ম্যাচই ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। প্রতিদ্বন্দ্বী দলের সংখ্যা ৩২ থেকে নেমে চারে এসে ঠেকেছে। এখন সামনে শুধু ৩টি ম্যাচ। দুটি সেমিফাইনাল (Semi Final), তৃতীয় স্থান নির্ধারণ (Third Position) ও ফাইনাল ম্যাচ (Final Match)। আর শেষের বিশেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নতুন বলে। সম্প্রতি এমনই তথ্য জানিয়েছে বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস (Adidas)। কাতার বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে রিহলা বলে খেলা হয়েছে। তবে সেমিফাইনাল ম্যাচ থেকে মাঠে গড়াবে ‘আল হিম’ (Al Hilm) বল। যার অর্থ ‘স্বপ্ন’ (Dream)। আল রিহলার মতোই প্রযুক্তির ছোঁয়ায় মোড়া থাকবে আল হিম।

সেমি অটোমেটেড (Semi Automated) প্রযুক্তির কারণে অফ-সাইডের সিদ্ধান্ত নিতে এবার বিতর্কের মুখে পড়তে হয়নি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের (VAR)। বরং দ্রুতই মাঠে রেফারিকে নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। অফসাইডের (Offside) সিদ্ধান্তও বলের থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সহজেই দেওয়া যাচ্ছে। এই বলকে মোবাইল, ল্যাপটপের মতো চার্জ দিতে হয় ম্যাচের আগে। বল নিয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি।

প্রতিবছরই বিশ্বকাপের শেষ দিকের ম্যাচগুলিতে বলের নকশা পাল্টায় ফিফা (FIFA)। এবারও তার ব্যতিক্রম নয়। বিশ্বকাপের বলে এবার ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এদিকে পরিবেশের সঙ্গে মিশে যেতে আল হিমের সকল উপাদান খুব সতর্কভাবে বিবেচনা করা হয়েছে। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ইতিহাসে আল হিম-ই প্রথম বল যা কি-না শুধুমাত্র কালি ও আঠা দিয়ে তৈরি। নতুন বলে সুক্ষ্ম ত্রিভুজাকৃতির প্যাটার্ন রাখা হয়েছে। যে প্যাটার্নগুলো কাতারের পতাকার রংয়ে আবৃত। সঙ্গে বলে কিছুটা সোনালী রঙ যোগ করা হয়েছে রয়েছে যা বিশ্বকাপের সোনালী ট্রফি ও দোহার চকচকে মরুভূমি থেকে অনুপ্রাণিত।