টেট নেওয়ার উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ। পর্ষদকে অভিনন্দন এত বিশাল একটি কর্মযজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য। পরীক্ষা শেষের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। রবিবার ছুটির দিনেও বিকাশ ভবনে নিজের দফতরে বসেই টেটের (TET) ব্যবস্থাপনার উপর নজর রাখেন শিক্ষামন্ত্রী।
পরীক্ষা বানচালের অনেক রকম চেষ্টা চলছিল বলে অভিযোগ করেন ব্রাত্য বসু। বলেন, “একটি ভুয়ো প্রশ্ন ঘুরছিল, কার প্ররোচনায় জানি না। এটি প্রমাণিত হয়েছে, সম্পূর্ণ ভুয়ো প্রশ্ন। নানা ভাবে পরীক্ষাকে বানচাল করার চেষ্টা হয়েছে। পরীক্ষাকে পিছিয়ে দেওয়ার, ভেস্তে দেওয়ার চেষ্টা হয়েছে। সেগুলিকে অতিক্রম করে প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পেরেছে, এটি খুব আশাব্যাঞ্জক।” শিক্ষামন্ত্রী কথায় এটা একটা বিশাল কর্মযজ্ঞ। ”এই ব্যবস্থাপনা করার জন্য আমরা পর্ষদকে আলাদাভাবে অভিনন্দন জানাই। মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই, তাঁর সার্বিক সহযোগিতা ছাড়া এই নজরদারি সম্ভব ছিল না।”
কয়েকটি জায়গায় পরীক্ষাকেন্দ্রের ঠিকানা বিভ্রাট, ব্যাগ রাখার সমস্যা ছাড়া বড় কোনও গোলমাল ঘটেনি। দু-একটা জায়গায় পরীক্ষাকেন্দ্র বদলে সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা। তবে, পাশে দাঁড়ায় পুলিশ-প্রশাসন। থানা থেকে গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয় তাঁদের।










































































































































