রবিবার রাজ্য জুড়ে প্রাথমিকের টেট (Primary TET)নির্বিঘ্নেই শেষ হয়েছে। রাজ্য সরকারের (Government of West Bengal)তরফ থেকে সুষ্ঠু ভাবে পরীক্ষা পরিচালনার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছিল। কিন্তু তাতেও এড়ানো গেল না দুর্ঘটনা (Accident)। শহরে ফের বেপরোয়া গাড়ির তাণ্ডব। টাকি বয়েজের সামনে দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। পরীক্ষা চলাকালীন শিয়ালদহ (Sealdah) এলাকায় এই গাড়ির তাণ্ডবে আতঙ্ক ছড়ায় অভিভাবকদের মধ্যে।
পুলিশ সূত্রে খবর, বেপরোয়া একটি প্রাইভেট গাড়ি এবং বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাইভেট গাড়ির পেছনের দিকের অংশটি। গাড়ির চালক ঠিক কী অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফ থেকে জানা গেছে। উল্লেখ্য শহরের বুকে বাড়ছে বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য । শনিবারের তিন দুর্ঘটনার পর রবিবার সকালে আরোও একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে চিংড়িঘাটা। বেপরোয়া একটি গাড়ি ধাক্কা মারে নির্মীয়মান একটি মেট্রোর পিলারে। দুর্ঘটনায় জখম হয়েছেন ৪ জন আরোহী। আহতদের স্থানান্তরিত করা হয় স্থানীয় হাসপাতালে।