পাকিস্তানের কাছে পাঞ্জাবের সরহলি পুলিশ স্টেশনে রকেট হামলা

0
3

পাঞ্জাবের পুলিশ স্টেশনে এবার আরপিজি হামলা (RPG Attack)। শুক্রবার রাত ১১.৩০ মিনিট নাগাদ পাকিস্তান সীমান্তের(Pakistan Border) কাছে রকেট (Rocket) হামলা। রকেটের মুখে গ্রেনেড লাগিয়ে হামলা বলে জানা যাচ্ছে। রকেট প্রপেলড গ্রেনেড বা আর পি জি হামলা হয়েছে বলে জানিয়েছেন সরহলি পুলিশ স্টেশনের আধিকারিকরা। পাঞ্জাবের (Punjab) অমৃতসরের কাছে ভাটিণ্ডা হাইওয়েতে (Vatinda Highway, Amritsar) রয়েছে এই সরহলি পুলিশ স্টেশন (Sarhali Police Station)। যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। তবে আচমকা হামলায় গ্রেনেড হামলায় খসে পড়েছে পুলিশ স্টেশনের দেওয়ালের কাচ, ভেঙেছে জানলা।

অত্যাধুনিক রকেট লঞ্চার কোথা থেকে এল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি এই রকেট লঞ্চ করার মত প্রশিক্ষণই বা কোথায় দেওয়া হল তা নিয়েও চিন্তায় বিশেষজ্ঞরা। নেপথ্যে পাক গুপ্তচর সংস্থার হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।