হিমাচলের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবিন্দর সিং সুখু, রবিবার শপথ

0
4

ট্র্যাডিশন মেনেই পাঁচবছর পর পার্বত্য রাজ্য হিমাচল প্রদেশে পরিবর্তন হয়েছে। রাজনৈতিক পালাবদলে বিজেপিকে সরিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখু। ম্যারাথন বৈঠকের পর মুখ্যমন্ত্রী পদে সুখুর নাম ঘোষণা করেছে কংগ্রেস হাইকম্যান্ড। মুখ্যমন্ত্রী পদের আরেক দাবিদার মুকেশ অগ্নিহোত্রীকে করা হচ্ছে উপমুখ্যমন্ত্রী। রবিবার সকাল ১১টাতেই হিমাচলের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সুখু।

প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিং মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকলেও মন্ত্রিসভায় ঠাঁই হয়নি তাঁর। তিনি প্রদেশ কংগ্রেস সভানেত্রী পদ সামলাবেন। তবে তাঁর ছেলে বিক্রমাদিত্য সিংকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে।

এদিকে হিমাচল প্রদেশ বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর কংগ্রেসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গোটা দলকে একত্রিত রেখে মুখ্যমন্ত্রী বেছে নেওয়া। ৬৮ আসনের হিমাচল বিধানসভায় ম্যাজিক ফিগার ৩৫। কংগ্রেস জিতেছে ৪০টি আসন। অর্থাৎ কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

আরও পড়ুন- ভারতীয় ক্রীড়া প্রশাসনে নজির, অলিম্পিক্স সংস্থার সভাপতি হলেন পিটি ঊষা