বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, নেইমারকে বিশেষ বার্তা পেলের

0
3

বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। চোখের জলে মাঠ ছেড়েছেন নেইমার জুনিয়র, থিয়েগো সিলভা, পাকুয়েতা, আন্টোনি স‍্যান্টোসরা। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারের হেরে বিশ্বকাপের ট্রফি জয়ের স্বপ্ন সেলেকাওদের শেষ হল শুক্রবার রাতে। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে ইতিমধ্যেই কোচের পদ থেকে পদত্যাগ করেছেন তিতে। দেশের জার্সি পড়ে আর খেলবেন কিনা সেই নিয়েও ধোঁয়াশা রাখেন নেইমার। আর এবার এরই মধ‍্যে বিশ্বকাপ থেকে ব্রাজিল ছিটকে যাওয়ার পর নেইমারকে বিশেষ বার্তা দিলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে।

অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি পেলে। হাসপাতাল থেকেই নেইমারের জন্য এক আবেগি পোস্ট করলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় পেলে লেখেন,”নেইমার আমি তোমাকে বড় হতে দেখেছি। তোমার জন্য গলা ফাটাই রোজ। তুমি ব্রাজিলের হয়ে গোল করায় আমাকে স্পর্শ করলে। অবশেষে আমি তোমাকে শুভেচ্ছা জানানোর সুযোগ পেলাম। আমরা দু’জনেই জানি এ পরিসংখ্যানের থেকেও অনেক বেশি কিছু। আমাদের সবচেয়ে বড় কর্তব্যই হচ্ছে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা। আমাদের সতীর্থদেরও অনুপ্রাণিত করা। অবশ্যই আগামীর প্রজন্ম এবং সবার ওপরে যারা এই খেলাটাকে ভালোবাসে। দুর্ভাগ্যজনক ভাবে এটা আমাদের খুশির দিন নয়। তবে আমার রেকর্ড ৫০ বছর আগে তৈরি হয়েছিল। এতদিন কেউ তার ধারে কাছে আসতে পারেনি। তুমি পারলে। দেখিয়ে দিলে কত বড় এই কৃতিত্ব।”

 

View this post on Instagram

 

A post shared by Pelé (@pele)

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এক্সট্রা টাইমে দুরন্ত গোল করেন নেইমার। আর ওই গোল করার সঙ্গে সঙ্গেই নজির গড়েন তিনি। ছুঁয়ে ফেলেন পেলেকে। জাতীয় দলের জার্সিতে ৭৭ গোলের রেকর্ড স্পর্শ করলেন নেইমার। এই নজির এতদিন ছিল পেলের দখলে।

আরও পড়ুন:আজ বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি ইংল‍্যান্ড