ঝালদা পুরসভার দৈনিক কাজকর্ম চালাবেন জেলাশাসক। রাজ্যের প্রশাসক বসানোর নির্দেশে স্থগিতাদেশ দিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দেওয়া এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় কংগ্রেস। ইতিমধ্যে মামলা করার অনুমতি দিয়েছে আদালত। মামলার শুনানি হতে পারে সোমবার।
গত ৬ ডিসেম্বর ছিল ঝালদা পুরসভায় বোর্ড গঠনের বৈঠক। তার আগে গত ৫ ডিসেম্বর ঝালদা পুরসভার কংগ্রেসি ও নির্দল কাউন্সিলরদের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তার কয়েক ঘণ্টার মধ্যে ওইদিন সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি জারি করে ঝালদার তৃণমূল কাউন্সিলর জবা মাছুয়াকে পুরসভার প্রশাসক নিয়োগ করে পুর ও নগরোন্নয়ন দফতর। যদিও ওই বিজ্ঞপ্তিকে অস্বীকার করে পরদিন ঝালদায় বোর্ড গঠন করেন কংগ্রেসি ও নির্দলরা। এর পর রাজ্য সরকারের প্রশাসক বসানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস।
সেই আবেদনের প্রেক্ষিতে ৩ জানুয়ারি পর্যন্ত রাজ্য সরকারের প্রশাসক বসানোর নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে আদালত। সঙ্গে ঝালদা পুরসভার দৈনন্দিক কাজ চালানোর দায়িত্ব জেলাশাসককে অর্পণ করেন বিচারপতি অমৃতা সিংহ।
বিচারপতি সিংহের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে আবেদন জানায় কংগ্রেস। সেই আবেদন গ্রহণ করেছে আদালত। কংগ্রেসের দাবি, পুর আইন মেনে ঝালদায় নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কিন্তু আদালত জেলাশাসককে পুরসভার কাজ দেখভালের দায়িত্ব দেওয়ায় তিনি দায়িত্বভার গ্রহণ করতে পারছেন না। এই সিদ্ধান্ত গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী।