ঘূর্ণিঝড় মান্দাস, সর্তকতা জারি দুই বঙ্গেও

0
1

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় মান্দাস। যে কারণে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণ ভারতের চেন্নাইয়ে। এর সরাসরি প্রভাব বাংলায় এসে পড়বে না। তবে শুক্রবারও উত্তর ও দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে।যার ফলে দুই বঙ্গেই সকালের দিকে ঠান্ডার অনুভূতি থাকবে। তবে রাতের তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাব সরাসরি পড়বে তামিলনাড়ু পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে।

আরও পড়ুনঃ Breakfast news : ব্রেকফাস্ট নিউজ
এই তিন জেলার উপকূলে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।এর পরোক্ষ প্রভাব আংশিক মেঘলা আকাশ হতে শুরু করবে বাংলায়। মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা থাকবে আকাশ। জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। উত্তুরে হাওয়া বা উত্তর-পশ্চিমের হাওয়ার প্রভাব কমতে শুরু করবে। কমবে শীতের আমেজও।