টিটাগড় বি*স্ফোরণে আহত কিশোর সঙ্কটজনক, এলাকাজুড়ে তল্লাশি

0
3

টিটাগড়ে (Titagarh) বোমা বিস্ফো*রণের পরে এলাকাজুড়ে চলছে তল্লাশি। বুধবার, সন্ধের বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয় ১১ বছরের মহম্মদ আফরোজ। তাকে প্রথমে তাকে স্থানীয় বিএন বসু হাসপাতালে (BN Basu Hospital) ভর্তি করা হয়। সেখানে পরস্থিতির অবনতি হওয়ায় তাকে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে আফরোজের পরিস্থিতি সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে আটক করেছে টিটাগড় থানার পুলিশ। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমাও উদ্ধার হয়েছে।

বুধবার সন্ধেয় টিটাগড়ের ১৮ নম্বর ওয়ার্ডের উড়ানপাড়া এলাকার কারবালা মাঠে খেলতে গিয়েছিল মহম্মদ আফরোজ। খেলতে খেলতেই মাঠে পড়ে থাকা বোমায় পা লেগে যায় তার। তখনই বি*স্ফোরণ ঘটে। কারবালার মাঠের মতো অতি জনবহুল এলাকায় কীভাবে বোমা এলো তা জানতে এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে চলছে তল্লাশি। উড়ানপাড়ায় পুলিশ মোতায়েন করা রয়েছে।