চিংড়িঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা, আহত পথচারীও

0
4

দিনের ব্যস্ত সময়ে ইএম বাইপাসের ব্যস্ত মোড় চিংড়িঘাটায় (Chinrighata) দুর্ঘটনা। যার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচলের বিঘ্ন ঘটে। বৃহস্পতিবার, বেলা সাড়ে ১টা নাগাদ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পর পর বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। এমনকী, ধাক্কা লাগে এক পথচারীরও। এরপরেই গাড়িটি (Car) উল্টে যায়।

 

দুর্ঘটনায় গাড়ির চালক-সহ ৮জন আহত হন। এদের মধ্যে রয়েছেন একজন সিভিক ভলেন্টিয়ারও তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে যান স্থনীয় পুলিশ আধিকারিকরা। বেশ কিছুক্ষণ পরে যান চলাচল স্বাভাবিক হয়।