মহার্ঘ্য ভাতা সহ একাধিক দাবিতে কর্মবিরতি (Strike) ঘোষণা করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কর্মচারীরা (Staffs)। বুধবার সকাল থেকে হাই কোর্টের গেটে বিক্ষোভে সামিল হন ৩০০ জন কর্মচারী। কর্মচারীর অভাব থাকায় এদিন এজলাসে বসেননি অনেক বিচারপতি। আবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব-সহ (Prakash Srivastava) কয়েকজন বিচারপতি এজলাসে বসলেও কর্মচারীর অভাবে পিছিয়ে যায় বেশ কিছু মামলার শুনানি। এর ফলে কার্যত থমকে গিয়েছে হাই কোর্টের বিচার প্রক্রিয়া।
কর্মীদের অভিযোগ, রাজ্য সরকার তাঁদের মহার্ঘ ভাতা দিচ্ছে না। তাছাড়া পে কমিশন (Pay Commission) অনুযায়ী বেতনও দেওয়া হচ্ছে না। আদালতের বিভিন্ন কর্মচারীদের মধ্যে রয়েছেন রেকর্ড বিভাগের কর্মী, স্টেনোগ্রাফার (Stenographer), পরবর্তী শুনানি সংক্রান্ত নথি তৈরি সংক্রান্ত বিভাগের কর্মীরা। তাঁরা প্রত্যেকেই কর্মবিরতি শুরু করাই স্বাভাবিকভাবেই বিপাকে বিচার কাজ। হয়রানির সম্মুখীন হন সাধারণ মানুষ।
প্রতিদিন প্রায় ১ হাজারের বেশি মামলা শুনানির তালিকায় নথিভুক্ত থাকে হাইকোর্টে। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে কলকাতা মেডিক্যাল কলেজের (Medical College) ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি ছিল। এছাড়া ছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু মামলাও। কিন্তু কর্ম বিরতির জেরে মুলতবি হয়ে যায় সবগুলিই।