বিশ্বকাপে অঘটন। প্রি-কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে স্পেনকে ৩-০ গোলে হারাল মরক্কো। আর এর ফলে বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল তারা। নজির গড়ল মরক্কো। বিশ্বকাপে প্রথম কোয়ার্টার ফাইনালে উঠল তারা।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। শুরু থেকে শেষ পর্যন্ত চলে রুদ্ধশ্বাস ফুটবল। স্পেন আক্রমণে গেলে, পাল্টা আক্রমণ চালায় মরক্কো। তবে প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ৫৪ মিনিটের মাথায় ফ্রিকিক পায় স্পেন। আসেনসিয়োর ফ্রিকিক থেকে বল পান দানি ওলমো। তাঁর কোনাকুনি শট বাঁচিয়ে দেন মরক্কোর গোলকিপার বোনো। ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফলাফল না আসায় ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। ম্যাচের অতিরিক্ত সময়ে সহজ সুযোগ নষ্ট করে মরক্কো। শেষমেষ এক্সট্রা টাইমেও থাকে গোলশূন্য। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষমেষ টাইব্রেকারে স্পেনকে ৩-০ গোলে হারায় মরক্কো। টাইব্রেকারে দুরন্ত সেভ করেন মরক্কো গোলরক্ষক বোনো।












































































































































