চোট পিছু ছাড়ছে না, এবার খেলতে পারবেন না দীপক চাহার এবং কুলদীপ সেন

0
1

চোট পেয়ে তৃতীয় এক দিনের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।‌এবার চোটের জন্য খেলতে পারবেন না ভারতীয় দলের আরও দুই সদস্য দীপক চাহার এবং কুলদীপ সেন। এক দিনের সিরিজের শেষ ম্যাচে তিন জনকে না পাওয়ার কথা জানালেন খোদ কোচ রাহুল দ্রাবিড়।

দ্বিতীয় এক দিনের ম্যাচের দ্বিতীয় ওভারেই বুড়ো আঙুলে চোট পান ভারত অধিনায়ক। যদিও দলের হার বাঁচাতে বুধবার ৭ উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন রোহিত। তার আগে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যাট হাতে দলের হার বাঁচাতে মরিয়া চেষ্টা করেন রোহিত। নয় নম্বরে নেমে আগ্রাসী মেজাজে ২৮ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসও খেলেন। রোহিতের পরিবর্তে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক লোকেশ রাহুল।