ব্যাটিং বিপর্যয়ে ধুঁকছে বাংলাদেশ

0
3

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। তবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে লিটন কুমার দাসের দল।মাত্র ৬৯ রানেই টাইগাররা হারিয়েছে ৬টি উইকেট। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ২০ ওভারে ৬ উইকেটে ৭১ রান। মাহমুদউল্লাহ ৪ ও মেহেদি হাসান মিরাজ শূন্য রানে ব্যাট করছেন। বিপর্যয়ের শুরুটা হয়েছিল এনামুল হক বিজয়ের আউটের মাধ্যমে। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেন ৯ বলে ১১ রান করা বিজয়।

লিটনের ব্যাটও আজ হাসেনি। ২৩ বলে মাত্র ৭ রান করে ফিরেন ভারপ্রাপ্ত অধিনায়ক। তিনে নামা নাজমুল হোসেন শান্ত আউট হন ২১ রানে। এরপর সাকিব আল হাসান ৮ ও মুশফিকুর রহিম ১২ রানে আউট হন। রানের খাতা খুলতে পারেননি আফিফ হোসেন।
ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর তিনটি ও মহম্মদ সিরাজ দুইটি উইকেট শিকার করেছেন।