গাছতলায় বসেই পরিষেবা দিচ্ছেন ডানকুনির উপপুরপ্রধান প্রকাশ রাহা

0
1

সুমন করাতি, হুগলি

কাজ করতে চাইলে কোনও কিছুই বাধা নয়। এই কথাই যেন সত্যি হয়েছে হুগলির (Hoogli) ডানকুনিতে। ঘর না থাকায় গাছতলাতেই জনসাধারণের কাজ করতে তৎপর তৃণমূল (TMC) উপপুরপ্রধান প্রকাশ রাহা (Prakash Raha)। আমফানের সময় ক্ষতিগ্রস্ত হয় ওয়ার্ড অফিস। অফিস সম্পূর্ণরুপে ভেঙে গেলেও জনসাধারণের কাজ যাতে ব্যাহত না হয় সে কথা মাথায় রেখে গাছতলাতেই ওয়ার্ড অফিস বানিয়ে কাজ করে চলেছেন উপ পুরপ্রধান প্রকাশ রাহা। শুধু তাই নয়, নিয়মিত গাছতলাতে বসেই পরিষেবা দিচ্ছেন উপ পুরপ্রধান।

আগে একটি বাড়িতে বসে কয়েকদিন এই কাজ চালিয়েছিলেন প্রকাশ রাহা। তাই নিয়ে কথা তোলে বিরোধীরা। যার ফলে তার হাত ছাড়া এই ওই ব্লক অফিস। তবে তাতে কুছ পরোয়া নেই, জনকল্যাণে গাছতলাকেই কর্মক্ষেত্র করে তুলেছেন তিনি। এই বিষয়ে বলতে গিয়ে ডানকুনির প্রকাশ রাহা বলেন, আমফানের সময় তার ব্লক অফিস নষ্ট হয়ে গিয়েছিল। মানুষের পরিষেবা দিতে অসুবিধা হচ্ছিল। তখন একটি বাড়ি ফাঁকা থাকায় সেখানে বসেও কিছুদিন কাজ করেছেন। কিন্তু সেই নিয়েও তখন অভিযোগ তোলেন বিরোধীরা। সেই কারণেই এখন গাছের তলায় বসেই ওয়ার্ড অফিস পরিষেবা দিচ্ছেন প্রকাশ।