অপেক্ষার দিন শেষ, এবার হেলিকপ্টারে চড়েই ঘুরতে পারবেন পাহাড়ে

0
1

রাজ্য সরকারের উদ্যোগে পর্যটকদের সুবিধার জন্য পাহাড়ে এবার  চালু হতে চলেছে হেলিকপ্টার সার্ভিস।মঙ্গলবার ট্রায়াল রান হিসেবে দীর্ঘ ৩১ বছর পর মিরিকের মাটিতে নামলো হেলিকপ্টার। রাজ্যের পরিবহন দফতরের উদ্যোগে বাগডোগরা বিমানবন্দর থেকে এই হেলিকপ্টার সার্ভিস চালু হচ্ছে। আপাতত ট্রায়াল রান হলেও নির্দিষ্ট ভাবে কোন দিন ঠিক হয়নি কবে থেকে হেলিকপ্টার সার্ভিস চালু হবে। তবে মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করে হেলিকপ্টার নামানো হয়েছে। উপস্থিত ছিলেন মিরিকের মহকুমা শাসক সুদীপ্ত দেবনাথ ও মিরিক পুরসভার চেয়ারম্যান এল বি রাই। মহকুমা শাসক সুদীপ্ত দেবনাথ এই বিষয়ে বলেন, রাজ্যে পরিবহন  দফতরের উদ্যোগে হেলিকপ্টার সার্ভিস চালু করা হচ্ছে।

মূলত পর্যটকদের সুবিধার জন্য হেলিকপ্টার সার্ভিস চালু করা হচ্ছে। প্রতিদিন বাগডোগরা বিমানবন্দর থেকে পর্যটকদের নিয়ে সকালে ৯.৪৫ মিনিটে মিরিকে নামবে। এর পরে এখন থেকে দার্জিলিং, গ্যাংটক হয়ে কালিমপং যাবে। ফের আবার মিরীকে আসবে দুপুর ১ টা ৪৫ মিনিটে। তবে হেলিকপ্টার সার্ভিস চালু হওয়ার পরে স্থায়ী ভাবে হেলিপ্যাড তৈরি করা হবে। যদিও এখনো পর্যন্ত ভাড়ার তালিকা তৈরি হয়নি।

আরও পড়ুন- বিশ্বভারতীর মাঠে পৌষমেলার অনুমতি দিল না আদালত