কাতার বিশ্বকাপ: ফুটবল মাঠের লড়াইয়ের জল গড়াল ‘ফ্রেঞ্চ লোফ’ পর্যন্ত

0
1

মোহনবাগান-ইস্টবঙ্গলের লড়াইয়ে মিশে গিয়েছে চিংড়ি-ইলিশের দ্বৈরথ। ফুটবলের সঙ্গে মিশে গিয়েছে খাবার। তবে, তা শুধু দেশ-কালের গণ্ডিতেই আটকে নেই, ফুটবলের ঝড় খাবার টেবিলে (Table) পৌঁছেছে কাতার বিশ্বকাপেও। ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ফ্রান্স। বিষয়টিকে প্রায় যুদ্ধের পর্যায়ে নিয়ে গিয়েছে তারা। ১০ ডিসেম্বরের ম্যাচের আগে ফরাসি খাবারও বর্জন করেছে ইংলিশম্যানরা।

কয়েক শতকের পুরনো লড়াই ইংল্যান্ড-ফ্রান্সের। শেষ আটের লড়াইয়ে মুখোমুখি তারা। বিশ্বকাপ জেতার ভাবনা সরিয়ে এখন ফান্সকে হারানোই মূল লক্ষ্য করেছে ইংল্যান্ডের সমর্থকরা। শত্রুতা এমন জায়গায় পৌঁছেছে French Loaf ত্যাগ করেছে ইংরেজরা। তাদের খাবার টেবিলে ব্রাত্য বাগুয়েতস এবং ক্রোসেন্ট। ইংল্যান্ডের এক জন সমর্থকের কথায়, আপাতত আমরা ক্রোসেন্ট বয়কট করছেন তাঁরা।

তবে, মুখ বুজে বসে নেই ফরাসী সমর্থকরাও। তাঁরা হুঁশিয়ারি দিয়েছে আগামী শনিবারের মধ্যে কোনও ইংল্যান্ডের সমর্থককে ফ্রেঞ্চ লোফ খেতে গিয়ে ধরা পড়লে তাকে জেলে পাঠানো হবে। আরেক ফরাসী ফুটবল প্রেমীর কথায়, শনিবার ম্যাচ জিতে ইংরেজদের প্রচুর ক্রোসেন্ট উপহার দেবেন তাঁরা।

আরও পড়ুন- টুইটের জেরে গ্রেফতার সাকেত গোখলের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুধু চিংড়ি-ইলিশ নয়, ফুটবল মাঠের লড়াইয়ের জল গড়ায় ফরাসী রুটি পর্যন্তও। তার সাক্ষী কাতার বিশ্বকাপ।