বসিরহাটে ভয়াবহ বিস্ফোরণ। রান্নাঘরে বিস্ফোরণের কারণে শিশু ও মহিলা জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ উত্তর ২৪ পরগনার বসিরহাটের পিপা গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রামে রবিউল ইসলাম মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। রবিউলের ১১ বছরের ছেলেও ঝকম হয়। সেই সময় এক গৃহবধূ ফুলিয়া খাতুনও উপস্থিত ছিলেন। তিনিও গুরুতর জখম হন। পরিবারের দাবি, গ্যাস সিলিন্ডারের কারণেই বিস্ফোরণ হয়েছে।












































































































































