ডিএ মামলার শুনানিতে কি রায় দেবে সুপ্রিম কোর্ট?

0
1

আজ ডিএ মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে । দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে হাইকোর্টে টানাপোড়েনের পর মামলা গিয়েছে শীর্ষ আদালতে। রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাবেন কিনা, সে বিষয়টি আজকেই স্পষ্ট হয়ে ওঠার ‌‌সম্ভাবনা। রাজ্য সরকার অবশ্য সুপ্রিম কোর্টের এই মামলার শুনানি কিছুটা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল।

কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয় সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়ার। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া জানিয়েছেন, রাজ্য DA মেটাবে না, এমনটা বলছে না। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিয়ে যথেষ্ট সহানুভূতিশীল কিন্তু, কেন্দ্র ইচ্ছে করে অর্থনৈতিক অবরোধ করছে। এর ফলে সমস্যা তৈরি হচ্ছে।