চলতি কাতার বিশ্বকাপে (Qatar World Cup) ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার (South Korea) মুখোমুখি হবে ব্রাজিল (Brazil)। এখনও পর্যন্ত ব্রাজিলের পারফরমেন্স (Performance) মোটর উপর সন্তোষজনক। তবে চোট সমস্যায় জর্জরিত তিতের দল। এর মধ্যেই আবার চোট সরিয়ে নেইমারের দলে ফেরাটা সমর্থকদের জন্য দারুণ সুখবর নিয়ে এলো। ব্রাজিল কোচ তিতেই স্বয়ং সেই খবর শুনিয়েছে।

কাতার বিশ্বকাপের শুরুতেই মাঠে নামার আগে নতুন হেয়ার স্টাইল দিয়েছিলেন নেইমার (Neymar Junior)। সার্বিয়ার (serbia) বিপক্ষে সেই ম্যাচেই ডান পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। ফলে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে পারেননি। শেষ ষোলোয় ফেরার আগে নিজের হেয়ার স্টাইলিস্ট নারিকোর শরণাপন্ন হয়েছেন নেইমার। এবার পাল্টেছেন চুলের রং।
চুলে “প্লাটিনাম” রং করেছেন নেইমার। তাঁর এই নতুন “লুক”-এর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নারিকো। নেইমারের বহু বছরের ব্যক্তিগত এই হেয়ার স্টাইলিস্ট ইনস্টাগ্রামে নেইমার ও তাঁর ছবি পোস্ট করে লিখেছেন, “ফেরার জন্য নতুন লুক। সৃষ্টিকর্তা তোমার এবং দলের প্রতি সহায় হোন।”












































































































































