অভিষেক যাঁহা খাড়া হোতা হে, শুভেন্দুকা লাইন ওহি সে শুরু হোতা হ্যাঁয়: খোঁচা কুণালের

0
1

বলিউড ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের বিখ্যাত ডায়ালগ এবার বঙ্গ রাজনীতিতে প্রয়োগ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। পঞ্চায়েত পূর্বে সভা ও পালটা সভায় ‘ডিসেম্বর রাজনীতি’ যখন সরগরম, ঠিক সেই সময় শুভেন্দু অধিকারীকে(Shuvendu Adhikari) একেবারে ফিল্মি কটাক্ষ শানালেন কুণাল। টুইটে লিখলেন, “অভিষেক জাহাঁ খাড়া হোতা হ্যায়, শুভেন্দুকা লাইন ওহি সে শুরু হোতা হ্যায়।”

গত শনিবার কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির ২০০ মিটারের মধ্যে বিশাল জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে তৃণমূলের এই জনসভায় বিপুল জনসমাগম হয়। সভামঞ্চ থেকে একেবারে চাঁচাছোলা ভাষায় শুভেন্দুকে আক্রমণ শানান অভিষেক। সভায় বিপুল জনসমাগম ও ঝাঁঝালো আক্রমণে চাপে পড়ে বিজেপি। ‘শুভেন্দুর পাড়ায়’ তৃণমূলের এত জনসমাগমে শুভেন্দুর উপর চাপ আসে উপরমহল থেকে। অস্তিত্ব সংকটে পড়ে দিল্লির নেতাদের কাছে পরীক্ষা দিতে এরপর পিকে কলেজ ময়দানে জনসভার করার কথা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ ডিসেম্বর কাঁথিতে ওই সভা করতে চান শুভেন্দু। অভিষেকের পথ অনুসরণ করে শুভেন্দুর এই সভার বিষয়টি প্রকাশ্যে আসার পর বলিউডি ছকে শুভেন্দুকে কটাক্ষ করতে দেখা যায় কুণাল ঘোষকে।

অমিতাভ বচ্চনের জনপ্রিয় সিনেমা ‘কালিয়া’ থেকে ডায়ালগ ধার নিয়ে এদিন টুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লেখেন, “অভিষেক যাঁহা খাড়া হোতা হে, শুভেন্দুকা লাইন ওহি সে শুরু হোতা হ্যাঁয়। (অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে কাঁথিতে পিকে কলেজ ময়দানে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী।)” পাশাপাশি লেখেন, “ডিসেম্বর দামাকা: AB-কে অনুসরণ, AB-র বিরোধ, AB-কে নিয়ে স্বপ্ন, AB-কে নিয়েই ব্যস্ততা…”