সপ্তাহের শুরুর দিনেই সাতসকালে অগ্নিকাণ্ড। গড়িয়া স্টেশনের কাছে তেঁতুলবেড়িয়া এলাকায় একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। তবে বাড়িটি ঘিঞ্জি এলাকায় হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকে।

আরও পড়ুন:বেলুড়ে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন!ভস্মীভূত কারখানার একাংশ
দমকল সূত্রে খবর, সোমবার সকাল ৬ টা ০৫ নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির ভিতরে আগুনের উৎসে জল ঢেলে তা নেভানোর চেষ্টা চালাচ্ছেন কর্মীরা। বাইরে থেকেও জল দেওয়া হচ্ছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।

প্রতিবেশীরা জানান, সোমবার ভোরবেলা আচমকাই বাড়িটি থেকে আগুনের ফুলকি দেখতে পান বাসিন্দারা। বাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখে দ্রুত দমকলকে খবর দেওয়া হয়। খবর পেতেই ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন স্থানীয়রাও।

কীভাবে আগুন লাগার ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি।






































































































































