আরজিকর হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার রোগীর নিথর দেহ! তদন্তে পুলিশ

0
1

আরজিকর হাসপাতালের নিউরো বিভাগের শৌচাগার থেকে ঝুলন্ত রোগীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা গেছে, মৃত রোগীর নাম রামচন্দ্র মণ্ডল(৫৫)। তিনি উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা। স্নায়ুজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর তাঁর মতিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। সোমবার তাঁর নিহর দেহ পাওয়া যায়। খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: আরজিকরে পাঁচতলা থেকে মরণঝাঁপ রোগীর, তারপর?

হাসপাতাল তরফে খবর, নিউরো মেডিসিনে চিকিৎসাধীন ছিলেন ওই রোগী। গত ৩০ নভেম্বর তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। ওই রোগীর সঙ্গে তাঁর বাড়ির লোকও ছিলেন। বাড়ির লোকের চোখের আড়ালে গিয়ে কী করে এই ঘটনা ঘটল, তার তদন্তে নেমেছে পুলিশ।