পূর্ব মেদিনীপুরের (East Midnapore) তমলুকের (Tamluk) খারুই-গাঠরা সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল। সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের প্রতিপক্ষ বাম-বিজেপি জোট। আর রবিবার সকালে ভোটগ্রহণ শুরুর পরই দফায় দফায় ছড়ায় উত্তেজনা। তৃণমূল ও বাম-বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে তমলুক থানার পুলিশ (Tamluk Police)। তবে বাম ও বিজেপি জোট অশান্তি করে নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলেও তা রুখে দেয় তৃণমূল কর্মী সমর্থকরা।

গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রে এসেছিল তমলুকের খারুই-গাঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। তীব্র গুঞ্জন ছড়িয়েছিল, ৪৩ আসন বিশিষ্ট এই সমিতির নির্বাচনে সব ভুলে হাতে হাত মিলিয়েছে বাম ও বিজেপি। যদিও বাম নেতৃত্ব স্পষ্ট জানিয়েছিল, কোনওভাবেই তৃণমূলকে ঠেকাতে গেরুয়া শিবিরকে সঙ্গ দেওয়া হয়নি। একই বার্তা এসেছিল বিজেপির তরফেও।
তবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ওদের কাজই হচ্ছে গণ্ডগোল করা। একা বিজেপি পারবে না, একা বাম পারবে না কিছু কিছু সমবায় ওদের পুরনো মেম্বারশিপের ভিত্তিতে বাম রাম জোট করে একটা চেষ্টা করছে। আর যত ওরা এগুলো করবে তত দেউলিয়াপনা, অশুভ আঁতাত সাধারণ মানুষের সামনে চলে আসবে, মুখোশ খুলে যাবে।










































































































































