সিঁড়ি থেকে সটান নীচে পড়ে গেলেন পুতিন! কেমন আছেন তিনি?

0
1

নিজের বাড়িতেই সিঁড়ি থেকে পড়ে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’ সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি, মস্কোতে নিজের বাসভবনেই পাঁচ ধাপ সিঁড়ি থেকে সটান পড়ে যান পুতিন।সঙ্গে সঙ্গে তাঁকে তুলে ধরেন নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি আসেন চিকিৎসকদের টিমও। আপাতত তাঁর অবস্থ্যা স্থিতিশীল বলেই প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন:ঠিকমতো দাঁড়াতেও পারছেন না পুতিন, ভিডিও ঘিরে জোর জল্পনা

জানা গিয়েছে, নিজের বাড়িতে সিঁড়ি দিয়ে নামার সময় আচমকাই পা হড়কে যায়। সিঁড়ির পাঁচ ধাপ টপকে একেবারে নীচে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে ধরে সোফায় বসানো হয়। ছুটে আসে মেডিক্যাল টিমও। কিছুক্ষণ পরই সুস্থতা বোধ করেন তিনি। উঠে দাঁড়ানোরও চেষ্টা করেন। পরে জানানো হয়, সুস্থতা বোধ করছেন পুতিন। এমনকি হাঁটাচলাও করছেন। তবে তাঁর কোমরের কাছে ব্যাথা রয়েছে তাঁর।