বগটুই কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত লালন শেখ

0
1

গ্রেফতার বগটুই-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ঝাড়খণ্ডের পাঁকুড় থেকে তাকে গ্রেফতার করে সিবিআই। আজ, রবিবার তাকে রামপুরহাট আদালতে তোলা হলে লালনকে ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন:বগটুইকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা সিবিআইয়ের, আরও ৮জনের নাম

গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে খুন হন তৃণমূল নেতা ভাদু শেখ। এরপরই রাতে বেশ কিছু গ্রামে আগুন লাগার ঘটনা ঘটে। যার জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ১০ জন গ্রামবাসীর।এরপর এই ঘটনার তদন্তে নামে সিবিআই। জিজ্ঞাসাবাদ করে লালনের নাম উঠে আসে। সিবিআই-এর চার্জশিটে লালনের নাম ছিল। সেই সূত্র ধরেই লালনের খোঁজ শুরু করা হয়। তবে ঘটনার পর থেকেই পলাতক ছিল লালন। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে লালনকে গ্রেফতার করে সিবিআই। রবিবার সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করানো হয়।