ওষুধের স্ট্রিপে বার কোড বাধ্যতামূলক করছে কেন্দ্র সরকার

0
1

স্বাস্থ্যমন্ত্রকের (ministry of health and family welfare) নয়া উদ্যোগ। ভারতে বিক্রি হওয়া সব ওষুধের গায়ে বার কোড বা কিউআর কোড (QR code) বাধ্যতামূলক করতে চলেছে মোদি সরকার(Modi Government)। আগামী বছরের ১ আগস্ট থেকেই এই নিয়ম কার্যকরী হবে। এক কথায় ভারতে বিক্রিত ওষুধের পরিচয় পত্র (Identity) হতে চলেছে এই বারকোড বা কিউআর কোড (QR code) ।

জাল ওষুধের ব্যবসা বন্ধ করার জন্য এ বার সব ওষুধের স্ট্রিপ বা শিশির গায়ে ‘বার কোড'(Barcode) বা ‘কিউ আর কোড’ (QR Code) ছাপা বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ কেন্দ্রীয় সরকারের বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন বা সরকারি ওয়েবসাইটে লগ-ইন করে এই ‘বার কোড’ বা ‘কিউআর কোড’ স্ক্যান করে নিলেই ক্রেতারা জানতে পেরে যাবেন সংশ্লিষ্ট ওষুধটির প্রস্তুতির তারিখ, বৈধতার মেয়াদ, দাম, করের পরিমাণ, ব্যাচ নম্বর সব কিছু৷

দেশে বাড়ছে জাল ওষুধের রমরমা তাই এবার করা পদক্ষেপ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। ওষুধের গায়ে থাকা বার কোড স্ক্যান করে ওষুধের ব্র্যান্ড নাম, কম্পোজিশনও জানা যাবে । প্রাথমিক ভাবে বেশি ব্যবহৃত ৩০০টি ওষুধের ক্ষেত্রে বার কোড বা কিউ আর কোড ব্যবহার করার কথা ভাবা হয়েছে৷ ক্যালপল, অগম্যান্টিন, থাইরোনর্ম-র মতো ওষুধ। সেই তালিকায় থাকবে বলে সূত্রের খবর। ধীরে ধীরে সব ওষুধেই বাধ্যতামূলক করা হবে এই বার কোড।