শনিবার দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারের (Diamond Harbour) লাইট হাউস মাঠে সভা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেই সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ডায়মন্ড হারবার সহ একাধিক এলাকা। চরম উত্তেজনা ছড়ায় হটুগঞ্জে (Hatuganj)। সেই অশান্তিতে জড়িতদের এবার ধরপাকড়ের কাজ শুরু করল পুলিশ (Police)। শনিবার রাতভর চলে অভিযান। অভিযানের পর মোট ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবারই ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দিয়েছেন।

তৃণমূলের (TMC) অভিযোগ, তাদের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, অশান্তি পাকানোর পাল্টা অভিযোগ করে বিজেপি (BJP)। দু’পক্ষের অশান্তিতে রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ইটবৃষ্টির মুখোমুখি হতে হয়।
ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার উস্তি থানা এলাকা থেকে মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার কুলপি থেকে পাক়়ড়াও হয় মোট ১২ জন। তবে শনিবারের অশান্তিতে জড়়ানো এবং ইন্ধন দেওয়ার অভিযোগে আরও কয়েক জনের খোঁজে চলছে তল্লাশি।










































































































































