কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মথুরাপুর, কুলপি, হটুগঞ্জে অবরোধ

0
1

দেশ জুড়ে বাড়ছে পেট্রোপণ্যের দাম। পাশাপাশি প্রতিমুহূর্তে কেন্দ্রীয় বঞ্চনার শিকার হতে হচ্ছে বাংলার মানুষকে (People of West Bengal)। এবার সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা ফুটে উঠল ১১৭ নম্বর জাতীয় সড়কে (NH117)। বাংলা সরকারকে(Government of West Bengal) বারবার কেন্দ্রের বিভিন্ন যোজনার টাকা থেকে বঞ্চিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রান্নার গ্যাস, পেট্রোল , ডিজেলের দাম বৃদ্ধি, ১০০ দিনের কাজের টাকা না দেওয়া এই সবকিছুর বিরুদ্ধে গর্জে উঠলেন সাধারণ মানুষ। যার ফলস্বরূপ তাঁরা প্রতিবাদ বিক্ষোভ দেখালেন মথুরাপুর (Mathurapur) , কুলপি (Kulpi) , হটুগঞ্জে (Hotuganj) । ১১৭ নম্বর জাতীয় সড়কে এই বিক্ষোভের জেরে কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। পুলিশ পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করছে।