সপ্তাহান্তে বন্ধ রেলের বুকিং, ১০ মিনিট টিকিট কাটতে পারবেন না যাত্রীরা

0
2

ট্রেনে সফর করতে হলে টিকিট (Ticket) কেটেই চড়তে হবে। টিকিট যদি না থাকে তাহলে রেলের শাস্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। কিন্তু এবার সেই রেলের পরিষেবাই (Rail Service) বন্ধ থাকতে চলেছে বলে জানিয়ে দিল ভারতীয় রেল (Indian Railways)। ৪ ডিসেম্বর রাত ১২টা ৫ মিনিট থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে ট্রেনের ইউটিএস (UTS) পরিষেবা। রেল জানিয়েছে প্রযুক্তিগত বেশ কিছু উন্নতির প্রয়োজনে সফটওয়্যার আপগ্রেড (Software Upgradation) করার জন্যই রেলের টিকিট সংক্রান্ত পরিষেবা ১০ মিনিটের জন্য বন্ধ থাকবে। তার পর আবার স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে রাত থেকেই।

এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী (Eklabya Chakraborty) জানিয়েছেন, রাত ১২টার সময় সফটওয়্যার রিবুট করা হবে। তার পরের কিছু সময় পরিষেবা সংক্রান্ত সমস্যা হতে পারে অনুমান করেই যাত্রীদের সুবিধার্ধে এই আগাম ঘোষণা করা হয়েছে।