Madras IIT: একদিনেই ২৫ পড়ুয়াকে বার্ষিক ১ কোটি টাকার চাকরির অফার

0
1

রেকর্ড গড়ল মাদ্রাজ আইআইটি(Madras IIT)। ১ দিনে এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বার্ষিক ১ কোটি টাকা প্যাকেজের চাকরি পেলেন ২৫ জন পড়ুয়া। যাদের মধ্যে ১৫ জন পেলেন বিদেশি সংস্থায় চাকরি(International Organisition)। প্লেসমেন্টের(Placement) প্রথম দিনেই চাকরি(Job) পেয়েছেন ৪৪৫ জন পড়ুয়া। সব মিলিয়ে গত বছরের তুলনায় এবছর এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চাকরি পাওয়ার হার বেড়ে গেল ১০ শতাংশ।

বৃহস্পতিবার থেকে এই শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে প্লেসমেন্ট। প্রতিষ্ঠানের তরফে জানা গিয়েছে, মোট ১৭২২ জন পড়ুয়া আবেদন করেছেন প্লেসমেন্টের জন্য। এদের মধ্যে সেরা ৭২২ জনকে বেছে নেবে আগ্রহী সংস্থাগুলি। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মী বেছে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে ৩৩১ টি সংস্থা। এই তালিকায় রয়েছে ফ্লিপকার্ট, বাজাজ, অটোর মতো নামি দামি সংস্থা। বিদেশি সংস্থাদের তালিকায় রয়েছে, মাইক্রোসফট (Microsoft), টেক্সাস ইন্সট্রুমেন্টের মতো নামী কোম্পানি। এছাড়াও সরকারি সংস্থাগুলির মধ্যে রয়েছে, ওএনজিসি ও সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলেম্যাটিক্স। আগামি ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্লেসমেন্ট। তবে প্রথম দিনে ২৫ জন পড়ুয়ার ১ কোটি টাকার প্যাকেজের চাকরি পাওয়ার ঘটনা নিসচিতভাবেই তাক লাগানোর মত।