সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত বলিউড গায়ক (Bollywood Singer) জুবিন নওটিয়াল (Jubin Nautiyal)। আঘাত গুরুতর হওয়ায় শিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। গায়কের পিআর টিম (PR Team) সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুক্রবার এই খবর জানিয়েছে।
ধারাভাষ্য দিতে দিতেই বুকে ব্যথা পন্টিং-এর, ভর্তি হাসপাতালে
তাঁর ফ্যান ফলোয়িং এত বেশি যে গান যতবারই রিলিজ হয় ততবার ট্রেন্ডিং হয়। জুবিন নিজেকে ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রির একজন সামনের দৌড়বিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। গায়ক আজ ভোরে একটি বিল্ডিংয়ের সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পরে তাঁর হাতের কনুই এবং বুকের পাঁজর ভেঙেছে বলে খবর। পরিবার সূত্রে জানা গেছে মাথায় আঘাতও পেয়েছেন তিনি৷ আপাতত মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন গায়ক (Singer)। তাঁর শারীরিক অবস্থা পরীক্ষার পর ডান হাতে অস্ত্রোপচার (Operation)করার প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকেরা।