আমতা বি*স্ফোরণের তদন্তে NIA? কেন্দ্রকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাইকোর্টের

0
2

আমতা বি*স্ফোরণের তদন্ভার NIA-এর হাতে যাবে কি না- সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার, এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এ বছর ফেব্রুয়ারিতে আমতার চন্দ্রপুরে তৃণমূল (TMC) কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় এক তৃণমূল কর্মী। ওই বোমা বিস্ফোরণ মামলায় এনআইএকে (NIA) যুক্ত করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশের ২ মাস পরেও ঘটনার চার্জশিট ও বিস্ফোরণ সংক্রান্ত নথি পুলিশ এনআইকে পাঠায়নি। এদিন, বিচারপতি মান্থা সাতদিনের মধ্যে চার্জশিট (Charge sheet) ও বিস্ফোরণ সংক্রান্ত নথি এনআইএ কে পাঠানোর নির্দেশ দেন। মামলাকারীকেও কেন্দ্র ও এনআইকের কাছে সব নথি পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।

ঘটনা ঘটে যাওয়ার পাঁচদিন পর্যন্ত কাউকে গ্রেফতার না হওয়ায় এবং NIA-কে না জানানোয় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। পুলিশের আচরণ কেন এত ঢিলেঢালা মনোভাব? প্রশ্ন তোলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha)। রাজ্যকে সাতদিনের মধ্যে কেন্দ্রকে সব নথি এবং রিপোর্ট পাঠানোর নির্দেশ দেয় আদালত। প্রয়োজনে মামলাকারীও কেন্দ্রকে নথি পাঠাতে পারেন বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আমতা বিস্ফোরণে সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের হয়। যদি এই আবেদনের ভিত্তিতে কোনও পদক্ষেপ করেনি আদালত।