বুধবার পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করেছে আর্জেন্তিনা। এই ম্যাচে দুরন্ত খেলেছে নীল-সাদার দল। তবে এই ম্যাচে একটি দৃশ্য নজরে এসেছে সবার। যা দেখে অনেই অবাক। ম্যাচের মাঝে একটি মুহুর্ত নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্ব ফুটবল মহলে। ম্যাচের শেষের দিকে পোল্যান্ডের তারকা ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কি ফাউল করেন লিওনেল মেসির উপর। এরপর যখন লেওয়ানডস্কি সৌজন্যতার খাতিরে হাত বাড়িয়ে দেন মেসির উদ্দেশ্যে, তখন সেটিকে একেবারে এড়িয়ে যান সাতবারের ব্যালন ডি অর জয়ী। লিওনেল মেসির এই ব্যবহার দেখে অবাক হয়ে গেলেন অনেকে।
Messi Refused the Handshake from Lewandowski pic.twitter.com/vNKMO6uHB9
— George (@Im_stakes_001) November 30, 2022
তবে ম্যাচের পর দুই দলের দুই সুপারস্টারের মধ্যে সেই দুরত্বের ছবি দেখা যায়নি। একে অপরকে জড়িয়ে ধরেন মেসি এবং লেওয়ানডস্কি। কানে কানে লেওয়ানডস্কিকে কিছু বুঝিয়েও দেন লিও।
এদিকে শুধু আর্জেন্টিনা নয়, মেসিদের বিরুদ্ধে ম্যাচ হেরেও শেষ ষোলোয় উঠছে পোল্যান্ড। মেক্সিকো সৌদি আরবকে ২-১ ফলে হারালে পয়েন্ট সমান হয়ে যায় পোল্যান্ড আর মেক্সিকোর। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় শেষ ষোলোয় উঠে গেল পোল্যান্ড।
আরও পড়ুন:নিয়মিত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি পেলে, জানালেন কন্যা কেলি ন্যাসিমেন্টো