Gujrat election : প্রথম দফার ভোট গ্রহণ শুরু মোদি রাজ্যে

0
2

১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু গুজরাটের বিধানসভা নির্বাচন (Gujrat Assembly election)। এবারে দুই দফায় গুজরাটে ভোটগ্রহণ পর্ব চলবে। আজ প্রথম দফার ভোট (Vote) গ্রহণ। প্রথম দফায় ১৯টি জেলা জুড়ে ৮৯টি আসনে ভোট গ্রহণ করা হবে। মোট প্রার্থীর সংখ্যা ৭৮৮। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করবো চলবে।

উল্লেখ্য ২০১৭ সালের নির্বাচনে এই ৮৯ টি আসনের মধ্যে বিজেপি (BJP) জিতেছিল ৪৮টি আসনে। কংগ্রেসের ঝুলিতে ছিল ৪০টি আসন, একটি আসনে জয়ী হয়েছিল নির্দল প্রার্থী। ভোট গ্রহণের এক ঘণ্টা আগেই বিভিন্ন বুথে শুরু হয় মক পোলিং (Mock Polling) । গুজরাটে ভোটগ্রহণ শুরু হতেই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৪.৯ কোটি গুজরাটবাসীকে ভোট দেওয়ার আর্জি জানান।