Arijit Singh Concert : নিজের শো-এর টিকিট মূল্য নিয়ে ট্রোলড হলেন অরিজিৎ !

0
1

বলিউডি প্লেব্যাক (Playback Singer) তারকাদের মধ্যে সবার আগে যার নাম উঠে আসে তিনি মুর্শিদাবাদের অরিজিৎ সিং (Arijit Singh) । গ্ল্যামার, সম্মান এই সবকিছুর মোহ ছাপিয়ে যেতে পারেনি ছেলেটার সহজ সরল জীবন দর্শনকে। নিজের কন্ঠের জাদুতে মন জয় করেছেন আপামর বিশ্ববাসীর। তবে এবার তাঁর নিজের মিউজিক্যাল শো-এর (Music Concert) টিকিট মূল্য নিয়ে সমাজ মাধ্যমে (Social media) শুরু হল সমালোচনা। টিকিটের দাম ১৬ লক্ষ টাকা, খবর প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে।

অরিজিৎ সিং এর গানের অনুষ্ঠান মানে লক্ষ লক্ষ অনুরাগের ভিড়। গায়ককে মঞ্চে লাইভ শোনার জন্য তাঁর ফ্যানেরা চড়া দামের টিকিট কিনতেও দুবার ভাবেন না। কিন্তু তাই বলে ১৬ লক্ষ টাকা টিকিট মূল্য ! টিকিটের এই আকাশছোঁয়া দাম শুনে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর একাংশ তো রীতিমতো ট্রোল করতেও শুরু করে দিয়েছেন। তাঁদের জিজ্ঞাস্য হল এত টাকা নিয়ে অরিজিৎ করেন কী?

প্রসঙ্গত, আগামী ৩ ও ১৭ ডিসেম্বর দিল্লি ও হায়দরাবাদে শো করবেন অরিজিৎ সিং (Arijit Singh) । আর সেখানকার টিকিটেরই সর্বোচ্চ দাম হয়েছে ১৬ লক্ষ টাকা। আগামী ২০২৩ এর ফেব্রুয়ারিতে গায়ক আসছেন কলকাতায় (Kolkata)। নিউ টাউনের ইকো পার্কে (Eco Park) হবে এই অনুষ্ঠান। সূত্রের খবর, সেখানকার টিকিটের সর্বোচ্চ মূল্য পৌঁছেছে প্রায় ৭৫ হাজারে।

 

এত বিপুল পরিমাণ অর্থ রোজগার করে কীভাবে সাধারণ জীবন যাপন করেন অরিজিৎ এ প্রশ্নও অনেকে মনে ঘুরপাক খেয়েছে। আসলে অরিজিৎ একবার নিজেই তাঁর পোস্টে জানিয়েছিলেন যে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করার ইচ্ছে নিয়ে তাঁর রোজগারের কিছুটা অংশ রেখে দেন তিনি। এক বেসরকারি সমাজসেবী সংস্থার সাথে হাত মিলিয়ে সেই কাজটাই করেন তিনি। যে কোনও কনসার্ট (Concert) থেকে যে টাকা রোজগার হয় তার পুরোটাই ভাগ হয় অরিজিৎ সিং-এর টিমের মধ্যে। আর তিনি নিজে যে পারিশ্রমিক নেন তার একটা বড় অংশ সমাজসেবার কাজে খরচ করেন গায়ক।