ফের উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা। যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল ৬ জনের। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও অন্তত পক্ষে ১৫ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাহারাইচের টাপ্পে সিপাহ এলাকায়।

আরও পড়ুন:যোগীরাজ্যে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ৬
জানা গিয়েছে, আজ বুধবার ভোরের দিকে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয়রা ছুটে এসে দেখেন একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

অন্যদিকে, পুলিশ এসে পৌঁছানোর আগেই উদ্ধারকাজ শুরু করে দেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






































































































































