ডাম্পারের ধাক্কায় মৃ*ত্যু সেলফিতে মশগুল নাবালকের

0
1

মাঝ রাস্তায় দাঁড়িয়ে সেলফি (Selfi) তুলতে যাওয়াই কাল হল। ডাম্পারের (Dumper) ধাক্কায় মৃ*ত্যু হল নাবালকের। বুধবার, ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) ইলামবাজারে (Illambazar)। বছর সতেরোর শেখ সুমন (Sekh Suman) ইলামবাজার উচ্চ বিদ্যালয়ের (High school) একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ সূত্রে খবর, দুই বন্ধুর সঙ্গে বোলপুর (Bolpur) বেড়াতে যাচ্ছিলেন সুমন। পথে ইলামবাজার জঙ্গলের কাছে বাইক (Bike) দাঁড় করিয়ে সেলফি তুলছিলেন তিন বন্ধু। অভিযোগ, সুমন দাঁড়িয়েছিলেন মাঝ রাস্তায়। সেই সময় ইলামবাজারের দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ডাম্পার ধাক্কা মারে সুমনকে। ছিটকে পড়েন তিনি।

দুর্ঘটনার পরেই বন্ধুরা এবং স্থানীয় কয়েকজন বাসিন্দা স্থানীয় হাসপাতালে নিয়ে যান সুমনকে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। খোঁজ চলছে ঘাতক ডাম্পারটির।