রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। বড়দিনে টানা তিন দিন ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। ২৫ ডিসেম্বর বড়দিন। কিন্তু সেদিন রবিবার পড়ে গিয়েছে। তাই সরকারী কর্মচারীদের জন্য ২৬ ডিসেম্বর ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২৬ ডিসেম্বর (সোমবার)-ও ছুটি থাকবে রাজ্যে। অর্থাৎ, ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত টানা ৩ দিনের ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন:পুজোয় ছুটি ১২ দিন! আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ নবান্নের
গত মঙ্গলবার রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই ছুটির কথা জানানো হয়েছে। জানানো হয়েছে, আপৎকালীন পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলি ছাড়া রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, অধিকৃত, এমনকি সরকার পোষিত সব প্রতিষ্ঠান ২৬ ডিসেম্বর বন্ধ থাকবে।

বছর শেষের আগে বড়দিনে রাজ্যের তরফে উপহার মেলায় বেজায় খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। একটানা ৩ দিন ছুটি পেয়ে আহ্লাদিত তারা। ইতিমধ্যেই একটানা ছুটি পেয়ে কাছেপিঠে ঘোরার প্ল্যান করছেন অনেকেই।






































































































































