ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি ঘটনায় অভিযুক্তদের প্রায় একবছর গ্রেফতার করল পুলিশ।দীর্ঘদিন ধরে অভিযুক্তদের খোঁজে ছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অবশেষে মঙ্গলবার রাতে দুটি জায়গায় হানা দেয় জগদ্দল থানার পুলিশ। দুটি জায়গার মধ্যে একটি হল আটচালা বাগান ও অপরটি পরিত্যক্ত মেঘনি মিল। ধৃতদের জেরা করতেই বেরিয়ে পড়ে অর্জুন সিংয়ের বাড়িতে বোমা মারার ঘটনায় জড়িত ২ অভিযুক্ত।

আটচালা বাগানে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে একজন সোনু জয়সওয়াল ওরফে তিলুয়া এবং রোহিত সাউ ওরফে টাকলা। পুলিশের দাবি, এরা দুজনেই অর্জুন সিংয়ের বাড়িতে বোমা মারার ঘটনায় জড়িত ছিল।
অন্যদিকে, পরিত্যক্ত মেঘনি মিলে হানা দিয়ে পুলিস ৩ জনকে গ্রেফতার করে। এরা হল রাহুল ঠাকুর, সিকান্দার দাস ও সুমিত দাস। ধৃত ৫ জনের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি দেশি পিস্তল, একটি পাইপ গান ও বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করে। ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয়।
গত বছর ৮ সেপ্টেম্বর সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি করে চম্পট দেয় কয়েকজন দুষ্কৃতী। পরপর ৩টি বোমা মারা হয় অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে। ঘটার দিন অবশ্য অর্জুন সিং দিল্লিতে ছিলেন।











































































































































