বিশ্বকাপ শুরু হতেই বেটিংয়ের রমরমা, শহরের একটি হোটেল থেকে ধৃত ৫

0
2

বিশ্বকাপ ফুটবল শুরু হতেই কলকাতায় বুকে সক্রিয় বেটিং চক্রের রমরমা। গোপন সূত্রে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। এই ঘটনায় লালবাজারের গুন্ডাদমন শাখা মধ্য কলকাতার একটি হোটেল থেকে ৫ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, ইলিয়ট রোডের ওই হোটেলে ঘরভাড়া নিয়েছিল ৫ যুবক। তারা বেশিরভাগ সময় থাকত ঘরবন্দি। গোপন সূত্রে এই খবর পেয়েই অভিযানে যায় লালবাজারের গুন্ডাদমন শাখা। হাতেনাতে ধরা হয় বুকিদের। হোটেলের ঘরে বড় টিভিতে বিশ্বকাপের একটি ম্যাচ চলাকালীন মোবাইল অ্যাপে বেটিং চক্র চালাচ্ছিল ৫ জন।

বাজি জিতলে সরাসরি অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন হয় এক্ষেত্রে। ধৃতরা বুকির কাজ করছিল। অন্যান্য জায়গা থেকে তাদের মোবাইল অ্যাপে টাকা ঢুকছিল। যেহেতু কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ। তাই ধৃতদের দুবাই যোগ উড়িয়ে দিচ্ছে না লালবাজার। ধৃতদের ব্যাঙ্কশাল কোর্টে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় কলকাতা পুলিশ।