Primary TET: এবার অন্য বিতর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদ

0
1

প্রশ্ন ‘ফাঁস’ বিতর্কের আঁচ কমতে না কমতেই ফের অন্য এক বিতর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education)। প্রাথমিক টেটে প্রাপ্ত নম্বর পূর্ণমানের থেকে বেশি। কী করে সম্ভব প্রশ্ন তুলছে আদালত (Calcutta High Court)। যদি কোথাও কোন ভুল বা গন্ডগোল তাহলে তা সংশোধন করে নেওয়া হবে আশ্বাস শিক্ষা পর্ষদের (Board of Primary Education)।

উল্লেখ্য ২০১৪ সালের টেট (TET) প্যানেল ভুক্তদের প্রাপ্ত নম্বরের ব্রেকআপ প্রকাশ করা নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই ব্রেকআপ প্রকাশ্যে আসতেই দেখা যায় কিছু পরীক্ষার্থী ১০০ এর মধ্যে ১০৯ শতাংশ নম্বর পেয়েছেন। কেউ বা পেয়েছেন ১০০%। এবার নম্বরের সততা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি। পাশাপাশি মানিক ভট্টাচার্য মামলার শুনানিতে সিবিআই-এর উপস্থিতি নিয়েও এদিন কড়া নির্দেশ দেওয়া হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) স্পষ্ট ভাবে জানিয়ে দেন মানিক ভট্টাচার্যের আগামী মামলায় সিবিআই এর (CBI)আইনজীবীকে উপস্থিত থাকতে হবে। বারবার একই টালবাহানায় আদালতের শুনানির দিন পিছিয়ে দেওয়ার তীব্র সমালোচনা করেন তিনি।